শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি করার জন্য যাদের দায়িত্ব দিলেন সরকার - protidinislam.com | protidinislam.com |  
আইন বিভাগ

শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি করার জন্য যাদের দায়িত্ব দিলেন সরকার

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২১ , ১১:৩৯:১১ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে সরকার।

আরো পড়ুনঃ

স্বাস্থ্যমন্ত্রী সুখবর দিলেন স্কুল -কলেজের শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের বেতনের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে বিভাগীয় কমিশনারদের মাসিক সমন্বয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় বলা হয়, করোনা সংক্রমনের কারণে সরকারি নির্দেশনা উঠিয়ে নেওয়া হলে যথারীতি এসডিজি সংশ্লিষ্ট লক্ষ্য অর্জনে মানসম্মত শিক্ষা কার্যক্রম নিশ্চিত করার জন্য স্কুল এবং মাদ্রাসায় বিভাগীয় কমিশনারগণ কর্তৃক কার্যকর ও ফলপ্রসু পরিদর্শন বৃদ্ধি করতে হবে এবং জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ কর্তৃক দর্শন ও পরিদর্শন অব্যাহত রাখতে হবে।

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল পরির্দনের প্রতিবেদন নিজ কর্তৃপক্ষের নিকট দাখিল করবেন।

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর বিদ্যমান সামর্থের সবটুকু নিয়ে মাঠ পর্যায়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করতে সংশ্লিষ্ট সকলকে বিভাগীয় কমিশনারগণ নির্দেশনা প্রদান ও তদারকি করবেন।

আরও খবর

Sponsered content

ENGLISH