শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে নতুন যে তথ্য জানালেন শিক্ষামন্ত্রী - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে নতুন যে তথ্য জানালেন শিক্ষামন্ত্রী

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২১ , ৫:১২:১১ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ ওমিক্রন এর কারণে পরিস্থিতি খারাপের দিকে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

আরো পড়ুনঃ

এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা যেকারণে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করলেন

বৃহস্পতিবার সরকারি সোহরাওয়ার্দী কলেজ পরিদর্শনে এসে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ওমিক্রন এর কারণে পরিস্থিতি খারাপের দিকে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে।

তবে আমাদের এ জাতীয় কোনো পরিকল্পনা এখনো নেই। আমরা চাই ধারাবাহিক প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকুক।

মন্ত্রী বলেন, আমরা আশা করছি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা লাগবে না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

আমাদের টেকনিক্যাল কমিটির সঙ্গে আলাপ আলোচনা চলছে। আমরা বিজ্ঞানের বাইরে গিয়তো আর কিছু করতে পারবো না।

তিনি জানান, সবকিছুর ঊর্ধ্বে আমাদের সন্তানদের সুরক্ষা। তাদের সুস্বাস্থ্য নিশ্চিতে আমরা সবকিছু করতে প্রস্তুত আছি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।

আরও খবর

Sponsered content

ENGLISH