শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা সর্বশেষ যা জানালো মন্ত্রণালয় - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা সর্বশেষ যা জানালো মন্ত্রণালয়

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২২ , ১০:০৯:০৪ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনির্দিষ্টকাল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে; যা একটি গুজব।

আরো পড়ুনঃ

কলেজ শিক্ষার্থীদের বিষয়-গ্রুপ পরিবর্তনের সময় বাড়লো

শিক্ষামন্ত্রী এ-সংক্রান্ত কোনো বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি।

আজ শনিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে সবাইকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে।

করোনা-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবার মিটিং করা হবে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা দেওয়া নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

তাই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ-সংক্রান্ত কোনো রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য দেওয়া থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হলো।

আরও খবর

Sponsered content

ENGLISH