শিক্ষামন্ত্রীর নামে প্রতারণা, শিক্ষার্থীদের সতর্ক থাকার আহবান - protidinislam.com | protidinislam.com |  
অপরাধ

শিক্ষামন্ত্রীর নামে প্রতারণা, শিক্ষার্থীদের সতর্ক থাকার আহবান

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২১ , ১০:২৬:১৪ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নাম ব্যবহার করে প্রতারণা করে আসছে একটি অসাধু চক্র।

আরো পড়ুনঃ

সকল প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুখবর দিলেন সরকার

করোনার কারণে শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হবে- ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণা চালাচ্ছে চক্রটি।

প্রচারণা চালিয়ে বিভ্রান্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। চক্রটি তাদের মোবাইল নম্বর ঘন ঘন পরিবর্তন করছে।

বিষয়টি নজরে এলে সব শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেছেন শিক্ষামন্ত্রী।

প্রতারণার বিষয়টি জানিয়ে ফেসবুকের এক পোষ্টে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, প্রতারকরা শিক্ষামন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণার অভিনব ফাঁদ পেতেছে। তাই শিক্ষার্থীদের সচেতন থাকতে বলেছেন শিক্ষামন্ত্রী।

ফেসবুকে তিনি আরও লিখেছেন, প্রতারিত হবেন না প্লিজ। সতর্ক হন: নিরাপদ থাকুন।

জানা গেছে, প্রতারণার বিষয়টি নজরে আসলে এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content

ENGLISH