শিক্ষার্থীরা যেভাবে পাবে টিকা জানালেন শিক্ষামন্ত্রী - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

শিক্ষার্থীরা যেভাবে পাবে টিকা জানালেন শিক্ষামন্ত্রী

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২২ , ১২:৪৩:৫১ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ শিক্ষার্থী আইডি কার্ড নিয়ে করোনার টিকা কেন্দ্রে গেলেই টিকা নিতে পারবে। কারো আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড দেখালে টিকা দেয়া হবে।

আরো পড়ুনঃ

একাদশে ভর্তি, ডিজিটাল প্রতারণা

১২ বছরের ঊর্ধ্বে যে কোনো শিক্ষার্থী টিকাকেন্দ্রে গেলে টিকা পাবে।

সোমবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন।

গতকাল রোববার রাতে কোভিড-১৯ জাতীয় টেকনিক্যাল কমিটির সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক শেষে মন্ত্রী এমন সিদ্ধান্ত জানান।

মন্ত্রী বলেন, আপাতত আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করছি না। আমরা এ মাসের মধ্যেই সব শিক্ষার্থীর টিকার প্রথম ডোজ সম্পন্ন করবো। এবং এটি কিভাবে করা যায় সেটি নিয়ে আগামীকাল আবার বৈঠক করবো। এবং সার্বিক পরিস্থিতি নিয়ে পরামর্শক কমিটির সঙ্গে আগামী সপ্তাহে আবার বৈঠক করবো।

স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে পাঠদান চলছে এবং এটি ধারাবাহিকভাবে চলবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের প্রতি জোর দেয়া হবে। যারা টিকা নিয়েছে তারা সশরীরে ক্লাসে উপস্থিত হবে।

যারা এখনো টিকা নিতে পারেনি এবং অসুস্থ আছেন তারা বাসায় বসে অনলাইনে ক্লাসে যুক্ত হবে।

আরও খবর

Sponsered content

ENGLISH