সশরীরে বুয়েটের ক্লাস-পরীক্ষা বন্ধ - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

সশরীরে বুয়েটের ক্লাস-পরীক্ষা বন্ধ

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২২ , ৯:০০:৫৬ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ করোনাভাইরাসের নতুন ধরণ এবং করোনা সংক্রমণ বিস্তার রোধে শনিবার থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আরো পড়ুনঃ

শিক্ষাপ্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো পড়ানোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নতুন নির্দেশনা না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সশরীরে সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী স্নাতক পর্যায়ে জুলাই ২০২১ টার্মের সব লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেস্ট এবং ল্যাবরেটরি ক্লাস্ট আগামী ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় মনিটরিং কমিটি, ডিন, সব অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে অবগতির জন্য আদেশ জানানো হয়।

আরও খবর

Sponsered content

ENGLISH