সারাদেশে বিদ্যুৎ অফিসের সামনে বৃহস্পতিবার অবস্থান করবে বিএনপি - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

সারাদেশে বিদ্যুৎ অফিসের সামনে বৃহস্পতিবার অবস্থান করবে বিএনপি

  প্রতিনিধি ৭ জুন ২০২৩ , ৬:৪০:৪৬ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্ক: অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী জেলা শহরের বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেবে বিএনপি। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি। অবস্থান কর্মসূচি থেকে স্মারকলিপি প্রদান করা হবে।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কয়েকদিন যাবত লোডশেডিং ভয়াবহ রূপ নিয়েছে বাংলাদেশে৷ তীব্র তাপদাহের সঙ্গে লোডশেডিংয়ে জনজীবন অস্থির হয়ে উঠেছে৷ রাজধানীতেই এখন লোডশেডিং হচ্ছে ৫ থেকে ৭ ঘণ্টা। গ্রামের পরিস্থিতি আরো নাজেহাল। কোন কোন দিন ১০ ঘণ্টারও বেশি সময় লোডশেডিং থাকছে৷ অন্তত ২০ দিনের মধ্যে সমাধানের কোনো আশ্বাসও দিতে পারছেন না নীতিনির্ধারকেরা৷ এদিকে বিদ্যুতের এই খারাপ সময়ের মধ্যে জ্বালানির অভাবে বন্ধ হয়েছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুতের এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ি করছে বিএনপি।

কর্মসূচি ঘোষণার সময় রুহুল কবির রিজভী বলেন, সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে মানুষের এখন ত্রাহি ত্রাহি অবস্থা। গ্রামে-গঞ্জে ২৪ ঘণ্টায় এখন ২/১ ঘন্টা বিদ্যুৎ আসে। মফস্বল শহরগুলোতে রাতে ২ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। দিনের বেলাতেও ৫/৬ ঘণ্টা লোডশেডিং থাকে। রাজধানীতে ভয়াবহ খরতাপের ধুমায়িত বহ্নিতে মানুষ মনে হয় গ্যাস চেম্বারের মধ্যে বসবাস করছে। এখানেও দিনে-রাতে ৩/৪ ঘণ্টার বেশী বিদ্যুৎ থাকে না। গণতন্ত্রকে কাফন পরিয়ে তথাকথিত উন্নয়নের ইন্দ্রজাল সৃষ্টির অপপ্রয়াস এখন দেশবাসী দেখছে।

তিনি বলেন, শুধু নিজেদের ঘনিষ্ঠজনকে বিপুল-অর্থবিত্তের মালিক করার জন্যই রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সুযোগ দেয়া হয়েছে। এক্ষেত্রে ভতুর্কির নামে জনগণের হাজার হাজার কোটি টাকা পকেট থেকে কেটে নেয়া হয়েছে, কিন্তু এটি যে ছিল এক ধরণের জালিয়াতি, সেটিই এখন বিকট লোডশেডিংয়ের আত্মপ্রকাশ-তার সুষ্পষ্ট প্রমাণ জনগণ দেখতে পাচ্ছে।

আরও খবর

Sponsered content

ENGLISH