স্কুল-কলেজের বিষয়ে শিক্ষাবোর্ডের জরুরি নির্দেশনা - protidinislam.com | protidinislam.com |  
আইন বিভাগ

স্কুল-কলেজের বিষয়ে শিক্ষাবোর্ডের জরুরি নির্দেশনা

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২১ , ৮:০৫:০৭ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ আগামী এক মাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ডের ছবি, প্যাড, ডাটাবেইজ সংশোধনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষাবোর্ড।
আরো পড়ুনঃ

কঠোর নির্দেশনা দিলেন এসএসসি পরীক্ষার বিষয়ে

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি আদেশ জারি

বৃহস্পতিবার ঢাকা শিক্ষাবোর্ড এ বিষয়ে জরুরি নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/উচ্চমাধ্যমিক বিদ্যালয়) দাপ্তরিক ও অন্যান্য প্রয়োজনে (দৃশ্যমান সাইনবোর্ড, শিক্ষা প্রতিষ্ঠানের প্যাড, বোর্ডের ডাটাবেইজ ইত্যাদি) প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল ব্যবহার না করে সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে। এ ধরনের কার্যক্রম যথাযথ নয়।

ফলে যেসকল শিক্ষা প্রতিষ্ঠান সংক্ষিপ্ত নাম ব্যবহার করেছে সেসকল প্রতিষ্ঠানকে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠাকাল ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, আগামী এক মাসের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের দৃশ্যমান সাইনবোর্ডের ছবি, শিক্ষা প্রতিষ্ঠানের প্যাড, ডাটা বেইজ ইত্যাদি সংশোধন করে পূর্ণ নাম ব্যবহারের স্বপক্ষে প্রমাণকসহ বোর্ডকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও খবর

Sponsered content

ENGLISH