১২ বছরের শিক্ষার্থীরাও পাবে করোনা টিকা জানালেন স্বাস্থ্যমন্ত্রী - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

১২ বছরের শিক্ষার্থীরাও পাবে করোনা টিকা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২১ , ৭:১১:১৮ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণে আসায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছি।

আরো পড়ুনঃ

যে কারণে চরম হতাশায় ভুগছেন ননএমপিও শিক্ষকরা

প্রসঙ্গ শিক্ষকের দাঁত ভেঙে দেওয়া। সমগ্র শিক্ষক জাতির জন্য লজ্জা

শিক্ষার্থীদের জরুরি যে নির্দেশ দিলেন মাউশি

অতি শিগগির ১২ বছরের ওপরের শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন প্রদানের কার্যক্রম শুরু হবে।

আমাদের কাছে যত ভ্যাকসিন আছে বা অর্ডারে রয়েছে তা দিয়ে আমাদের দেশে যাদের ভ্যাকসিন দেয়া প্রয়োজন তাদের প্রায় ৭০ শতাংশ মানুষকে দেয়া যাবে।

শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় সদর ও সাটুরিয়া উপজেলার ১৭৬ টি দুর্গাপূজা ম-পের কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে শুভেচ্ছা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইতিমধ্যে আমরা ২০ থেকে ৩০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় এনেছি।

আগামী ডিসেম্বরে ৫০ শতাংশ ও মার্চের মধ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। যখন অনেকে ভ্যাকসিনের কথা ভাবে নাই, আমরা তখন থেকে ভ্যাকসিনের ব্যবস্থা করেছি।

এসময় দুর্গাপূজায় সকলকে স্বাস্থ্যবিধি মেনেই পূজা অর্চনা করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, উৎসবে অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে হবে।

অনুষ্ঠানে মন্ত্রী সদর উপজেলার ১১২টি ও সাটুরিয়ায় ৬৪টি পূজা ম-পের প্রতিনিধিদের হাতে ৫০০ কেজি করে চালের ডিও লেটার তুলে দেন।

আরও খবর

Sponsered content

ENGLISH