১৬তম নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

১৬তম নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২১ , ৭:৫৭:৫৫ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।

আরো পড়ুনঃ

নতুন রুটিনে কবে থেকে ক্লাস জানালেন দুই মন্ত্রণালয়

রোববার সন্ধ্যায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ ফল প্রকাশ করে। এনটিআরসিএ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রার্থীদের মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।

এছাড়া প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইটে রাত ১০ টার পর প্রকাশিত ফলাফল দেখতে পারবেন।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর প্রার্থীদের ভাইভা শেষ হয়েছে। গত বছরের ১১ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

চূড়ান্ত ফলে মোট ১৮ হাজার ৫৫০ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৯৯৬ জন।

স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন। এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন উত্তীর্ণ হয়েছেন।

লিখিত পরীক্ষায় মোট ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ২২ হাজার ৩৯৮ প্রার্থী।

এতে স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জনসহ মোট ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হয়।

আরও খবর

Sponsered content

ENGLISH