২০২২ সালের এসএসসি -এইচএসসি পরীক্ষার বিষয়ে চুড়ান্ত যে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

২০২২ সালের এসএসসি -এইচএসসি পরীক্ষার বিষয়ে চুড়ান্ত যে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২১ , ১০:১৬:২৮ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ ২০২২ সালের এসএসএসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান।

করোনা মহামারির কারণে এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হচ্ছে।

একই কারণে গত বছর এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির নম্বর গড় করে ফল দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ২০২২ সালের যে পরীক্ষা, সেটিও আমরা বলেছি সংক্ষিপ্ত সিলেবাসেই হবে।

সেই সিলেবাসও তাদের (শিক্ষার্থী) দিয়ে দেওয়া হয়েছে। কারণ তারাও তো এ বছর সরাসরি শ্রেণিকক্ষে বেশিরভাগ সময়ই ক্লাস করতে পারেনি।

‘এখন সামনে যেটুকু সময় আছে, সে সময়ে ফেব্রুয়ারি (এসএসসি) ও এপ্রিলে (এইচএসসি) পরীক্ষা নেওয়ার সুযোগ কিছুটা কম। সেক্ষেত্রে কিছুটা পেছাবে।

কতটা পেছাবে এটা এ মুহূর্তে বলা খুব জটিল। কারণ সারাবিশ্বে করোনা আবার বাড়ছে। আমাদের এখানে পরপর দু’বছরই কিন্তু মার্চ মাসের দিকেই করোনা বেড়েছিল।

আগামী মার্চ-এপ্রিলে কী অবস্থা হবে সেটি আমরা বলতে পারছি না। সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়েই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করবো। সেটিও সংক্ষিপ্ত সিলেবাসেই হবে।’

মন্ত্রী আরও জানান, এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২ ডিসেম্বর। পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবেন।

এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দেবেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। তাদের মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন এবং ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দেবেন ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। তাদের মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন।

এইচএসসি (বিএম/ ভোকেশনাল) পরীক্ষা দেবেন ১ লাখ ৪৮ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।

আরও খবর

Sponsered content

ENGLISH