৪৩তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১৫২২৯ জন - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

৪৩তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১৫২২৯ জন

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২২ , ৬:৩৫:৩৫ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

প্রশাসন ক্যাডাররা যেতে চান জাতিসংঘ মিশনে
বৃহস্পতিবার বিকেলে এক জরুরি সভা শেষে ফলাফল প্রকাশ করা হয়। পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হবে।

গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।এই বিসিএসে প্রায় চার লাখ প্রার্থী অংশ নেন।

কয়েক দফায় এ বিসিএসের আবেদনের সময় বাড়ানো হয়েছিল। ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়িয়েছিল পিএসসি।

এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

ENGLISH