৫০ যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় ট্রলারডুবি নিখোঁজ অনেকে, স্বজনদের আহাজারি - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

৫০ যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় ট্রলারডুবি নিখোঁজ অনেকে, স্বজনদের আহাজারি

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২২ , ৩:২২:২৩ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় অন্তত পঞ্চাশ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।

আরো পড়ুনঃ

দুমড়ে মুচড়ে গেল বালুবোঝাই ট্রাক, উল্টে পড়ল ট্রেনের ৫টি বগি

যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত ৮ থেকে ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিখোঁজদের উদ্ধারে অভিযান

বুধবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ সাংবাদিকদের বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে অন্তত ৫০ জন যাত্রী নিয়ে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে বক্তাবলী খেয়াঘাটে আসছিল।

প্রচণ্ড কুয়াশায় আশে পাশে ভালোভাবে দেখা যাচ্ছিল না। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চ ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়।’

নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকা

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে দ্রুত আমাদের কয়েকটি টিম নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

স্থানীয় লোকজন আমাকে জানিয়েছে, ৮ থেকে ১০ জন ট্রলারের যাত্রী নিখোঁজ রয়েছে। আমাদের কাছে কিছু লোকজন দাবি করেছে তাদের স্বজন নিখোঁজ রয়েছে।

আমরা বিষয়টি তদন্ত করে নিখোঁজের সংখ্যা জানার চেষ্টা করছি এবং উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি

আরও খবর

Sponsered content

ENGLISH