অনলাইন শিক্ষার বিষয়ে নতুন করে যে তথ্য দিলেন শিক্ষামন্ত্রী - protidinislam.com | protidinislam.com |  
আন্তর্জাতিক

অনলাইন শিক্ষার বিষয়ে নতুন করে যে তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২১ , ২:৪৭:১৫ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তথ্য প্রযুক্তির বাস্তবতায় আমাদেরকে অনলাইন শিক্ষায় যেতেই হবে।

কোভিড-১৯ আমাদেরকে এই নতুন শিক্ষা ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতে বাধ্য করেছে।

বৃহস্পতিবার প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে ব্লেন্ডেড লার্নিং বিষয়ক মিনিস্টারিয়াল ব্রেকফাস্ট মিটিং এ বাংলাদেশ প্রতিনিধি হিসেবে তিনি এ কথা বলেন।

বৈঠকটির সভাপতিত্ব করেন ইউনেস্কোর সহকারী মহাপরিচালক (শিক্ষা) স্টেফানিয়া জিয়ানিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থাকে শক্তিশালী করতে একটি ফ্রেম ওয়ার্ক প্রণয়নে কাজ করছে।

ব্লেন্ডেড লার্নিং এর সফলতা অংশগ্রহণ ও সমতাভিত্তিক তথ্য প্রযুক্তি অবকাঠামোর উপর নির্ভর করে। এজন্যে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জরুরী।

ডা. দীপু মনি এসময় কার্যকর ব্লেন্ডেড লার্নিং এর জন্য শিক্ষক ও একাডেমিয়াকে প্রস্তুত করা এবং ব্লেন্ডেড লার্নিং ও আইসিটি এডুকেশন পলিসি প্রণয়নে গুরুত্বারোপ করেন।

আরো পড়ুনঃ

এসএসসি কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণের প্রবেশ নিষিদ্ধ

ইসলাম ডেস্কঃ আগামী রোববার (১৪ নভেম্বর) থেকে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা।

পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলবে।

শুক্রবার (১২ নভেম্বর) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, রবিবার সারা দেশে এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শুরু হচ্ছে।

পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, সারা দেশে এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

ENGLISH