অবশেষে পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া - protidinislam.com | protidinislam.com |  
আন্তর্জাতিক

অবশেষে পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২১ , ২:৩৭:৪৪ প্রিন্ট সংস্করণ

Spread the love

স্পোর্টস ডেস্কঃ সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া।

আরো পড়ুনঃ

মালালা বিয়ে করায় মর্মাহত তসলিমা নাসরিন

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে অ্যারন ফিঞ্চের দল। আগামী রবিবার ফাইনালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া মুখোমখি হবে।

পাকিস্তানের দেওয়া ১৭৭ রান লক্ষ্য তাড়া করতে অজিদের লেগেছে ১৯ ওভার। ম্যাথু ওয়েড ১৭ বলে ৪১ ও মার্কাস স্টয়নিস ৩১ বলে ৪০ রানে অপরাজিত থাকেন।

ডেভিড ওয়ার্নার ৩০ বলে ৪৯ রান করেন। পাকিস্তানের শাদাব খান ৪টি ও শাহিন শাহ আফ্রিদি একটি উইকেট নেন।

এর আগে, টসে হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান তোলে পাকিস্তান। ১০ ওভারে ৭১ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

বাবর ৩৪ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরলে ফখর জামানকে নিয়ে দলের হাল ধরেন রিজওয়ান।

দ্বিতীয় উইকেটে আরো ৭২ রান যোগ করেন রিজওয়ান ও ফখর। দলীয় ১৪৩ রানের মাথায় ৫২ বলে ৬৭ রানে সাজঘরে ফিরেন রিজওয়ান।

চারে নামা আসিফ আলী আউট হয়ে যান প্রথম বলেই। শোয়েব মালিক ফিরেন এক রানে। তবে ৩২ বলে অপরপাজিত ৫৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহটাকে ১৭৬-তে নিয়ে যান ফখর।

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ২টি উইকেট লাভ করেন। এছাড়া প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নেন। ম্যাচসেরা হন ম্যাথু ওয়েড।

ENGLISH