অবসরে গেলেও সরকারি সুযোগ-সুবিধা পাবেন শিক্ষকরা - protidinislam.com | protidinislam.com |  
অর্থনীতি

অবসরে গেলেও সরকারি সুযোগ-সুবিধা পাবেন শিক্ষকরা

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২১ , ১:৩৭:৫১ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ দেশের জাতীয় করা ৩২১ কলেজের শিক্ষক-কর্মচারীরা গেজেট প্রকাশ বা অস্থায়ী নিয়োগের আগে অবসরে গেলেও সরকারি সব সুযোগ-সুবিধা পাবেন।

আরো পড়ুনঃ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

২০১৮ সালের ৮ আগস্ট থেকে যাঁরা অবসরে গেছেন, তাঁরাও এই সুবিধা পাবেন।

গত ২৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তের ফলে জাতীয় করা কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা অনেকাংশেই কেটে যাবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়সূত্র জানায়, জাতীয়করণের তালিকাভুক্ত ৩০৩ কলেজের বেশির ভাগই প্রধানমন্ত্রীর সম্মতি পায় ২০১৬ সালে।

প্রধানমন্ত্রীর এই জাতীয়করণের সিদ্ধান্তকে অনেকটা চ্যালেঞ্জ করে ‘নো বিসিএস, নো ক্যাডার’ আন্দোলনে নামেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কয়েকজন নেতা। তাঁরা মামলাও করেন।

মামলার বাধা পেরিয়ে ২০১৮ সালের ৮ আগস্ট কলেজ সরকারীকরণের গেজেট প্রকাশিত হয়। সম্প্রতি আরো ১৮টি কলেজ জাতীয়করণের গেজেট জারি হয়। কিন্তু এসব কলেজের শিক্ষক-কর্মচারীদের চাকরি সরকারি খাতে নিতে গিয়ে জটিলতায় পড়ে শিক্ষা মন্ত্রণালয়।

তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কোনো কলেজের শিক্ষকদের চাকরি সরকারি খাতে নেওয়া সম্ভব হয়নি।

জানা গেছে, এরই মধ্যে জাতীয় করা এসব কলেজের শিক্ষক-কর্মচারীর অনেকে অবসরে যাচ্ছেন। গত তিন বছরে ২০ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে তিন হাজারের বেশি অবসরে গেছেন।

যদি তাঁদের চাকরি সরকারি খাতে নিতে আরো কয়েক বছর সময় লেগে যায়, তাহলে অর্ধেক শিক্ষক-কর্মচারীই অবসরে চলে যাবেন। এ অবস্থায় সরকারি কলেজে চাকরি করেও তাঁদের বেসরকারি হিসেবেই অবসরে যেতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এই সমস্যা সমাধানে কলেজ সরকারীকরণের গেজেট প্রকাশের পর কোনো শিক্ষক-কর্মচারী অবসরে গেলে তাঁদের সরকারি সব সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয়।

তবে খণ্ডকালীন শিক্ষকদের চাকরি সরকারি হওয়ার সুযোগ নেই বলে গত ২৩ নভেম্বরের বৈঠকে আলোচনা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘জাতীয় করা কলেজের কাজ দ্রুত শেষ করার চেষ্টা

আরও খবর

Sponsered content

ENGLISH