অভিমানের হাওয়া - protidinislam.com | protidinislam.com |  
বিনোদন

অভিমানের হাওয়া

  প্রতিনিধি ৯ মে ২০২৩ , ৭:২৫:৩৮ প্রিন্ট সংস্করণ

Spread the love

নাছিমা আক্তার পপি

দিনের শেষে সান্ধ্যকালে
পাখি যেমন ফিরে নীড়ে,
আমার কষ্ট ঠিক তেমনি
আসে ফিরে রাত গভীরে।

তোমায় নিয়ে স্মৃতি যত
করে আমায় ধাওয়া,
পিছন ফিরতেই ধাক্কা মারে
অভিমানের হাওয়া।

অশ্রুপাতে বালিশ ভিজে
নিদ্রা পালায় দূর গগনে
ভুল ছিল মোর চিনতে তোমায়
দুঃখ আজি শুধুই মনে।

কি নিদারুণ এই যাতনা
সইতে না যে পারি,
দিব্বি আছো মহাসুখে
শুধুই আমি কেঁদে মরি।

আমার এই জীবনে তোমার
অযাচিত গমন,
অবশেষে আনলো ডেকে
আমার অকাল মরন।

আজ আমি বিমূর্ত, তাল বিহীন
আত্মবিস্মৃত একজন।
অনাড়ম্বর চাওয়া গুলো মোর
রয়ে গেলো অবচেতন।

ENGLISH