অন্যরকম কষ্ট - protidinislam.com | protidinislam.com |  
বিনোদন

অন্যরকম কষ্ট

  প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৪ , ৮:০৯:৪৯ প্রিন্ট সংস্করণ

Spread the love

নার্গিস সুলতানা

কষ্ট যখন অশ্রু ঝরায়,
ইদিক-বিদিক ঝড় বয়ে যায়,
বুকের ভাঁজে কষ্টগুলো,
মেতে থাকে নিত্য খেলায়।

লাল-কষ্ট, নীল-কষ্টের,
র-ঙে কিবা এসে যায়,
হলুদ কিংবা বেগুনী,
কষ্ট বৈ তো কিছু নয়।

নানারূপী মানুষের,
কষ্ট আছে নানান রকম,
কোন কষ্টই স্থায়ী নয়,
হোক বা সেটা অন্যরকম।

মনের মাঝে আমরা যত,
রং-বে-রঙের ছবি আঁকি,
রঙ-তুলিতে আলোর ছটা,
সবই শুভংকরের ফাঁকি।

স্বপ্ন দেখা স্বপ্ন দেখা,
সবই কায়া-মিথ্যে-মায়া,
বুঝবে সেদিন পড়বে যখন,
ভাঁঙা-গড়ার নিত্য খেলায়।

স্মৃতিগুলো হারাতো যদি,
বিস্মৃতির অন্তরালে,
কষ্টের হইতো যবনিকা,
রইতো না আর দুঃখ ভালে।

কষ্টগুলো স্থায়ী নয়,
এটাই হোক সত্য যেন,
ঘুঁচে যাক দুঃখ-গ্লানি
ও অন্যরকম কষ্টগুলো।

ENGLISH