অমর একুশে - protidinislam.com | protidinislam.com |  
বিনোদন

অমর একুশে

  প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:০৩:২৪ প্রিন্ট সংস্করণ

Spread the love

মাহজাবীন আহমেদ

একুশ আমার রক্তেলেখা বাংলা বর্ণমালা
একুশ আমার বায়ান্ন’তে ভাই হারানোর জ্বালা ।

একুশ আমার সব হারিয়ে সবই ফিরে পাওয়া
একুশ আমার স্বাধীন দেশের স্বাধীন মুক্ত হাওয়া ।

একুশ আমার গর্জেউঠা প্রতিবাদি হুঙ্কারে
একুশ আমার অর্জিত সুখ বাংলা ভাষার তরে ।

একুশ আমার লাখো শহীদের অমূল্য প্রাণের দাম
একুশ আমার বিশ্বজুড়ে গর্বিত এক বাংলা ভাষার নাম।

একুশ আমার বাংলা ভাষার জাগ্রত চেতনায়
একুশ আমার বীরশ্রেষ্ঠ আর শত শত বীরঙ্গনায় ।

একুশ আমার বারো মাসের ছয়টি ঋতুর মেলায়
একুশ আমার মধুর সুরে দোয়েলের শিষ তোলায় ।

একুশ আমার নদীর জলে শাপলা ফোটা শোভা
একুশ আমার পূব আকাশে নতুন সূর্য রাঙা আভা ।

একুশ আমার বায়ান্ন’র ফাল্গুনে বাংলা তারিখ আট
একুশ আমার ভাষার মেলায় বাংলা বর্ণমালার হাট ।

একুশ আমার রক্তঝরানো কালজয়ী শ্লোগানে
একুশ আমার শোকের চিহ্ন ষোলকোটি তাজা প্রাণে ।

একুশ আমার শিশির ধোয়া নগ্নপায়ে শহীদ মিনারে প্রভাত ফেরির গান
একুশ আমার সালাম, জব্বার, বরকত,রফিক আরো কতো শফিউর রহমান।

একুশ আমার সারা বিশ্বের বুকে বাংলার ছবি বিস্ময়ে
হলো আঁকা
একুশ আমার লাল সবুজের পতাকা ঘিরে, উন্নত শিরে বাংলায় বেঁচে থাকা ।।

ENGLISH