আজব ভালোবাসা - protidinislam.com | protidinislam.com |  
বিনোদন

আজব ভালোবাসা

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২২ , ৯:৫৬:২১ প্রিন্ট সংস্করণ

Spread the love

পারুল আক্তার

আজব সে এক প্রেম কাহিনি ,
কে সে তাকে আমি দেখিনি ,
তাকে কখনো স্পর্শ ও করিনি ,
তবু ও সারাদিন তাকে নিয়ে কল্পনা,

চোখ বন্ধ করে তাকে নিয়ে চলা ও পথ হাটা,
গভীর রাতে তার কল্পনা ও কথা মনে করা,
প্রতিটা দিন জেনো লেগে থাকে তার ছোয়া ,
সব জায়গাতে যেনো তারই ভালোবাসা,
এ কেমন আবেগ ও ভালোবাসা ।

দুর হতে এত ভালোবাসা ,
না জানি বাস্তবে তার কি অবস্থা,
সে তো আবেগি ভালোবাসা,
কেবল মাএ দেখার অপেক্ষা ,
জীবনটা হলো শুধু কল্পনা ও কল্পনা ।

ভালোবাসার আরেক নাম পাগলপানা ,
সব থাকা সত্যে ও কোন শান্তি আসে না ,
কোন কিছুতে তো কমতি নেই,
শুধু নেই দু-জনের দেখা শুনা,
তবু ও পাগলের মত দু-জনের ভালোবাসা ।

বিধাতা জানেন এ কেমন ভালোবাসা,
কাঁদে হৃদয় এ প্রান্তে ও প্রান্তে একা একা,
চলেছে এক আজব ভালোবাসা,
বিধাতা জানে এই আবেগের কথা।

ENGLISH