আফগানদের টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম ঘোষণা - protidinislam.com | protidinislam.com |  
আন্তর্জাতিক

আফগানদের টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম ঘোষণা

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২১ , ১১:২২:১৭ প্রিন্ট সংস্করণ

Spread the love

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর সঙ্কটের মধ্যদিয়ে যাচ্ছে সে দেশের ক্রীড়াঙ্গন।

নারী ক্রিকেট দল বিলুপ্ত হওয়ার পথে। সে ঘটনায় অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলার সুযোগটা হাতছাড়া হচ্ছে তাদের।

এদিকে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন রশিদ খান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এরপরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ নবীকে।

অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত নবী টুইটারে লিখেছেন, ‘এমন সঙ্কটময় সময়ে দলকে নেতৃত্ব দেয়ার ঘোষণা দেয়ার এসিবির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

ইনশা আল্লাহ আমরা সবাই মিলে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের জন্য ভালো কিছু করতে পারব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গড়ার সময় নেয়া হয়নি রশিদ খানের মতামত। আর অধিনায়কত্ব ছাড়ার পেছনে এটাকেই কারণ হিসেবে বলছেন এই লেগ স্পিনার।

টুইটারে রশিদ লিখেছেন, ‘একজন অধিনায়ক এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দল বাছাইয়ের অংশ হওয়ার অধিকার আমার আছে।

কিন্তু দল বাছাইয়ের সময় নির্বাচক কমিটি এবং এসিবি আমার কোনো মতামত নেয়নি। আমি এ জন্য আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আফগানিস্তানের হয়ে খেলা সব সময়ই আমার জন্য গর্বের বিষয়।’

আফগানিস্তানের বিশ্বকাপ দল বাছাইয়ের নির্বাচক কমিটিতে ছিলেন রশিদ জাদরান, মীর মুবারেজ ও ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজউল্লাহ ফাজলি।

আগামী ২৫ অক্টোবর প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের বিশ্বকাপযাত্রা।

আফগানিস্তানের গ্রুপে রয়েছে প্রথম রাউন্ড থেকে আসা দুটি দল, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

আরও খবর

Sponsered content

ENGLISH