আমার কোন আকাশ নেই - protidinislam.com | protidinislam.com |  
ঢাকা বিভাগ

আমার কোন আকাশ নেই

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২১ , ৫:২৯:৩৬ প্রিন্ট সংস্করণ

Spread the love

মাহ্জাবীন আহমেদ

একটা সময় থেমে যেতেই হয়,
কোন না কোন কারণে বা অকারণে
কোথাও না কোথাও,কেউ না কেউ থেমে যায়,
ইচ্ছে বা অনিচ্ছায়।

পেছন ফিরে তাকালে
ভাবনার মন খুব ভাবায়।
বিনিদ্র চোখে অতীত ভেসে বেড়ায়,
অনুশোচনার চাবুকের কষাঘাত
কর্ণ-কুহরে ঢেলে দিয়ে যায় ভৎসনার শো শো শব্দ।

স্মৃতির ঝড় মনের জানালা ভেঙে
কষ্টবানে ভাসিয়ে দিয়ে যায় দু’চোখ।
সোনালী সময়ে,সোনালী ডানার দুরন্ত চিল হয়ে ছোটেছি
অহর্নিশ বাধা ভেঙে উড়েছি,
যে আকাশ আমার নয়,সেই মেঘাচ্ছন্ন স্বার্থের আকাশে।
সে আকাশ আজ মেঘমুক্ত,
সেথায় পূর্ণিমা আসে, সূর্য হাসে,রামধনু ভাসে
সাজে লক্ষ তারার মেলায়।
আমার স্মৃতির পাখিরা,অতীত ভুলে যায় হেলায়।

সাজে আকাশ শতরূপে সকাল সন্ধ্যা সাঁঝে,
অতিথি পাখির ভিড়ে মুখর আকাশ,বাতাসে কত সুর বাজে।
আজ ভাঙা ডানায় চিল,বেদনায় হয়েছে নীল
শূন্য হলো অমূল্য দিন,হেথা-সেথা বাড়লো যে ঋণ,
তার সাথে আর খেলো না স্বার্থের নির্মম খেলা
অস্তপাড়ে সময় যে ধায়,আধার নিশি হাতটা বাড়ায়,
এখন জীবনের কাছে,একটাই সময় আছে
যে সময়ের নাম অন্তিম বিদায় বেলা।

আরও খবর

Sponsered content

ENGLISH