এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে কর্মশালার তারিখ ঘোষণা - protidinislam.com | protidinislam.com |  
জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে কর্মশালার তারিখ ঘোষণা

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:৫৫:৪৭ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে দ্বিতীয় কর্মশালার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

মাদরাসা ও কারিগরি শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন বিশেষ মঞ্জুরির টাকা

চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নতুন নির্দেশনা
রোববার (১১ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (বেসরকারি মাধ্যমিক-১) মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক ও কর্মচারী আচরণ, শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০২৩ এবং এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৩ সংক্রান্ত কর্মশালা আয়োজন করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল ১০টায় বদলি সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া বেলা ১১টা থেকে অপর কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৩০ জানুয়ারি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা সংক্রান্ত দ্বিতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই সভা স্থগিত করা হয়। ২০২৩ সালের ২২ অক্টোবর বদলি নিয়ে প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল।

আরও খবর

Sponsered content

ENGLISH