আসমানের সুখ - protidinislam.com | protidinislam.com |  
ঢাকা বিভাগ

আসমানের সুখ

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২১ , ৮:৪৯:৫৭ প্রিন্ট সংস্করণ

Spread the love

মাহ্জসবীন আহমেদ

সাদা-নীল শাড়ী পিন্দা গায়
সারাদিন সূর্য’রে লইয়া সে খেলে কতো খেলা,
পড়ন্ত বৈকালে আগুন রঙা আলতা পইরা পায়,সাজে সন্ধ্যা বেলা।

সাঁঝের কালে দিনের আসমান আন্ধার পথে রাইতের কাছে যায়
আসমানের বুকে,সুখের সুখে চান্দের আলো গড়াগরি খায়।

তারা’গর বাগান,শিউলি ফুলের লাহান
আসমানের লাগি যতনের বিছানা সাজায়,
পূর্ণিমায় ভরা যৌবন যহন মাটির কোলে জোছনার পিরিতে লোটায়
সাদা সাদা ফুলের লাহান বাসর সাজানি ঝকমকা তারা গুলান
তহন অবহেলায় হইয়া যায় বড়ই বে-মানান।

চন্দ্রশোভারে অমাবশ্যার গাঙ্গে ডুবাইয়া আসমান,
আশা লইয়া থাকে চাইয়া,দিবা কাফন দিয়া চান্দের গায়,
নয়আ চাওয়ায় ডাকে ভোর,কাতর ইশারায়।
সব সুখ আগলাইয়া বুকে,কান্দে আসমান শ্রাবণ-ভাদর বরষায়।

তবুও কোন দুঃখে করে আসমান,বুকফাটা হায় হায়!
কি দোষে আসমানের বুক আগুনের লাহান চমকে চমকায়!

(অগোছালো)

আরও খবর

Sponsered content

ENGLISH