ঈদের আগে রেকর্ড গড়লেন প্রবাসীরা - protidinislam.com | protidinislam.com |  
অর্থনীতি

ঈদের আগে রেকর্ড গড়লেন প্রবাসীরা

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ৪:৫০:০৮ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্ক: ঈদকে সামনে রেখে চলতি এপ্রিলে রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ১৪ দিনে এসেছে ৯৫ কোটি ৮৬ লাখ ডলার ৯০ হাজার ডলারের রেমিট্যান্স।

বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ১০ হাজার ২৫৭ কোটি টাকা। আর প্রতিদিন আসছে ৬ কোটি ৮৫ লাখ ডলার ৭৩২ কোটি ৬৪ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, মহান স্বাধীনতার মাসে রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

তাদের বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার কেন্দ্রীয় ব্যাংকের প্রয়াস কাজে আসছে। এভাবে রেমিট্যান্স এলে চলতি মাসেও ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি এপ্রিল মাসের ১৪ দিনে ৯৫ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে দেশে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৪২ লাখ ডলার।

বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ডলারের প্রবাসী আয়। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৯ কোটি ৪৩ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩.৩২ মিলিয়ন ডলার।

চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম মাসে জুলাই ও দ্বিতীয় মাস আগস্টে টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল।

এরপর টানা ৬ মাস কেটে গেলে দুই বিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছাতে পারেনি রেমিট্যান্স। অবশেষে অর্থবছরের নবম মাস মার্চে এসে আবারও ঘুরে দাঁড়ায় রেমিট্যান্স। অতিক্রম করে দুই বিলিয়ন ডলারের মাইলফলক।

আরও খবর

Sponsered content

ENGLISH