এবি ছিদ্দিকের কবিতা "উদয়াস্তের পথে" - protidinislam.com | protidinislam.com |  
ঢাকা বিভাগ

এবি ছিদ্দিকের কবিতা “উদয়াস্তের পথে”

  প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২১ , ১০:৫৬:৩৩ প্রিন্ট সংস্করণ

Spread the love

এবি ছিদ্দিক

আমরা কেউ কারো পর ছিলাম না…
কেবল বিশ্বাসের ভিন্নতায়
উদ্দেশ্য সহস্র বাঁকে ছুঁটে চলে।
লক্ষ্যের বাতিঘরে কখনো হয়তো আঁধার!
সাথে নিয়ে চলে একান্ত ভাবনা কিছু থরে থরে!
চিন্তার নগদ ফসলে হয়তো থাকে বাস্তবতা
অথবা অবাস্তবতা!
মূল্যায়নের খাতাটা লেখা হবে মানুষের অন্তরে!
বাকীটা পরপারে!
মনে পড়ে?
আনন্দলোকে দৌড়ের কথা…
মাঝে সুখ-দুঃখের বাড়ন্ত ইতিকথা
অতঃপর পুনরায় মাটি কিম্বা অগ্নিতে যথা।
উদয়াস্তের পথে ভেসে ভেসে
কেবল আপনাকে আপন ভাবি বারে বারে!

আরও খবর

Sponsered content

ENGLISH