এবি ছিদ্দিকের কবিতা "চেনা মানুষ" - protidinislam.com | protidinislam.com |  
ঢাকা বিভাগ

এবি ছিদ্দিকের কবিতা “চেনা মানুষ”

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২২ , ৮:০৮:৩২ প্রিন্ট সংস্করণ

Spread the love

এবি ছিদ্দিক

চেনা মানুষগুলোও না চেনার ভাণ করে
তারা মনে করে…
আমি হারিয়ে মাটির ভেতরে!
আতশি কাঁচ দিয়ে আমার সাধ্যের পিঠ মাপে!

তারা জানে না
আমি নিঃশব্দে প্রকৃতির পাঠ নিচ্ছি!
নিরবতার সুখ যে পেয়েছে
তার সুখে ভুল নেই

বনের হলদে টুনটুনি
ঠোঁটে ঠোঁট লাগিয়ে যে সুখ জমা করে
সে সুখে ছলছল আঁখি নেই
পেছন ফিরে বিবশ রাত জাগা নেই!

আমি অবুঝ গাছ আর পাখির কথা ভাবি
ওদের হিসেবের খাতা নেই! অহংবোধ নেই!

জানি মানুষ তাদের সাথে সহজে যায় না
মানুষ তো শ্রেষ্ঠ জীব…শিখে শেখায়
তবে ফলবান বৃক্ষের শিক্ষাটা গ্রহণ করে না।

আরো পড়ুনঃ

মাহ্জবীন আহমেদের”দু-ফোটা অশ্রু”

আরও খবর

Sponsered content

ENGLISH