ওমিক্রনে বিশ্বে মৃত্যু ও সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে - protidinislam.com | protidinislam.com |  
আন্তর্জাতিক

ওমিক্রনে বিশ্বে মৃত্যু ও সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২১ , ১০:৪১:৫৫ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ চীন থেকে প্রাদুর্ভাব হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে।

আরো পড়ুনঃ

মালয়েশিয়ায় গমনেচ্ছুকদের জন্য বিশাল সুখবর, খরচ লাখ টাকারও কম

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সাত হাজারের বেশি মানুষ। একইসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৪১ হাজার।

এসময়ে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন ও ফ্রান্স।

জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের আজ বুধবার (২২ ডিসেম্বর) সকালের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৭ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৪৭৭ জন।

এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৮৪ হাজার ৫৮৭ জনের। আর ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ২৪ কোটি ৮০ লাখ ২৮ হাজার ৪৭১ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮০ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৮১১ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ২২ লাখ ৫১ হাজার ২৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৮ লাখ ৩০ হাজার ৯৯০ জন মারা গেছে।

বিশ্বের দ্বিতীয় অন্যতম জনবহুল দেশ ভারত করোনায় আক্রান্ত ও মৃতের তালিকায় রয়েছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৫৮ হাজার ৭৮ জন এবং মারা গেছে ৪ লাখ ৭৮ হাজার ৬১জন।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দেশের তালিকায় রয়েছে যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় স্থানে।

দেশটিতে মোট শনাক্ত রোগী ২ কোটি ২২ লাখ ১৯ হাজার ৪৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৯৯১ জনের।

আক্রান্ত দেশের তালিকায় যুক্তরাজ্য আছে চতুর্থ স্থানে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৬২৯ জন ও মারা গেছে ১৭২ জন।

দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ১৫ লাখ ৪২ হাজার ১৪৩ জনে পৌঁছেছে। মারা গেছে মোট ১ লাখ ৪৭ হাজার ৪৩৩ জন।

মৃত্যুতে চতুর্থ ও আক্রান্তের তালিকায় পঞ্চম স্থানে আছে রাশিয়া। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ২৭ জন ও নতুন করে সংক্রমিত হয়েছে ২৫ হাজার ৯০৭ জন।

দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ২ লাখ ৬৭ হাজার ৭১৯ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯৯ হাজার ২৪৯ জনের।

মেক্সিকো আক্রান্ত দেশের তালিকায় ১৬তম স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে পঞ্চম স্থানে। মহামারি শুরুর পর থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৯ লাখ ৩৭ হাজার ৮২ জনে দাঁড়িয়েছে ও মৃত্যু হয়েছে ২ লাখ ৯৮ হাজার ১৬১ জনের।

চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। আর ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে। গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।

গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

আরও খবর

Sponsered content

ENGLISH