কবি এবি ছিদ্দিকের কবিতা "প্রায়শই" - protidinislam.com | protidinislam.com |  
ঢাকা বিভাগ

কবি এবি ছিদ্দিকের কবিতা “প্রায়শই”

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২১ , ৮:৩৯:৪৯ প্রিন্ট সংস্করণ

Spread the love

এবি ছিদ্দিক

প্রায়শই তেল চিটচিটে বালিশের নীচে
আশার পাখিটা বন্দি রাখি!
নইলে ফুরসত পেলেই
কেটে কুচি কুচি করতে চায় বন্ধ্যা দিন-রাত!

ফিরিঙ্গী চাল-চিত্রের জঠরে চালাতে চায়
অমর কুঠারাঘাত!
অগত্যা দিনলিপি হতে কিছু বুলেটপ্রুফ শব্দ দিয়ে
ধৈর্যের মোড়ক সেঁটে দিই!

পাশ ঘুরে কাত হলেই তো শুনি কালের ঘন্টাধ্বনি!
শেষ যাত্রার প্রয়োজনে…
কিছু লৌকিক পদাবলীও কাটছাঁট করে দিই
তবু ফিরে আসুক নির্ঝঞ্ঝাট জীবনছন্দ।

আরো পড়ুনঃ

তোরা মিথ্যে মানব

আরও খবর

Sponsered content

ENGLISH