কবি এবি ছিদ্দিক এর জন্মদিন পালন - protidinislam.com | protidinislam.com |  
বিনোদন

কবি এবি ছিদ্দিক এর জন্মদিন পালন

  প্রতিনিধি ৯ জুন ২০২৩ , ৭:৫৪:২০ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্ক: গতকাল ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ। চলমান সময়ের কবি এবি ছিদ্দিক এর শুভ জন্মদিন ছিল।

“ভালোবেসে সবাই; সবাইকে, এসো,
জীবনের গান গাই
নীল আকাশের নীচে মানুষের এক নতুন পৃথিবী চাই।
কত সভ্যতা হয়েছে বিলিন
সিন্ধু সভ্যতাও আজ নাই
একই রক্ত মানুষের তবে কেন
ভেদাভেদ দেখতে পাই!”
( কবিঃ এবি ছিদ্দিক || কবিতাঃ (এসো সাম্যের গান গাই)

উপরের এই অসাধারণ কথামালার কবি এবি ছিদ্দিক। শ্রদ্ধেয় এই গুনী কবির অসংখ্য কবিতায় উঠে এসেছে কালজয়ী মানবতাবোধ, দেশপ্রেম, নরনারীর চিরন্তন প্রেমসহ বিবিধ বিষয়। তার কবিতায় গ্রামীন দৃশ্যপট, সম্পর্কের নানান টানাপোড়েন, স্মৃতির টান যা আমাদেরকেও স্পর্শ করে। মুখের ভাষাকে চমৎকার ভাবে কাব্যিক আঙ্গিকে উপস্থাপন করতে এই কবি বেশ আন্তরিক। কবি এবি ছিদ্দিকের সামগ্রিক কাব্যপ্রতিভা প্রশংসার দাবি রাখে। তার কবিতার প্রকাশভঙ্গী গতানুগতিক নয়, আছে উপস্থাপনায় ভিন্নতার স্বাদ।

কবি পরিচিতি :
“““““““““
কবি এবি ছিদ্দিক আজকের এই দিনে (০৮ জুন) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিধাই (আবদার) গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
প্রিতাঃ আশ্রাব আলী ও মাতাঃ ছহুরা খাতুন।
কবি ১৯৯৬ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এম.এ ডিগ্রী লাভ করেন।
তিনি ছাত্র জীবন হতেই লেখা-লেখি করে আসছেন।
সামাজিক অসঙ্গতি, দেশ প্রেম, জীবনবোধ কবির লিখনির বিষয়।
কবির লেখা কবিতা, প্রবন্ধ বিভিন্ন পত্র-পত্রিকা ও সাহিত্য সাময়িকীতে নিয়মিত প্রকাশ হচ্ছে।
এ পর্যন্ত কবির প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ৮ টি।
যথা —
১) আরশি যৌথকাব্য সংকলন -১
২) আরশি যৌথকাব্য সংকলন -২
৩) শ্রেষ্ঠ বিকেলের কবিতা
৪) বাউল মনে বাসন্তী প্রেম
৫) অভিযাত্রী
৬) শিশির ভেজা ভালোবাসা।
৭) পালক
৮) এক মোড়কে পাঁচ

এছাড়াও এই গুণী কবির আরও একটি যৌথ ও একটি একক কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায়।

বর্তমানে তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বলদীঘাট জে. এম. সরকার উচ্চ বিদ্যলয় হতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সদ্য অবসর গ্রহণ করেছেন।
ব্যক্তিগত জীবনে কবি ৩ ছেলে ও এক স্ত্রী নিয়ে শ্রীপুর পৌর শহরে বাস করছেন।

কবি এবি ছিদ্দিক জাতীয় আরশি সাহিত্য পরিষদের একজন সম্মানিত অ্যাডমিন হিসাবে অনলাইন সাহিত্য গ্রুপের সাথে যুক্ত থেকে আন্তরিকতার সাথে সাহিত্যচর্চা করে যাচ্ছেন।

আরও খবর

Sponsered content

ENGLISH