কেউ কথা রাখে না - protidinislam.com | protidinislam.com |  
আন্তর্জাতিক

কেউ কথা রাখে না

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২১ , ১০:০৩:২১ প্রিন্ট সংস্করণ

Spread the love

গোপা ভট্টাচার্য্য

আশাগুলোকে পুড়তে দেখেছো কি কখনো?
পুড়ে পুড়ে তারা কিরূপ হয়,
হৃদয় চুল্লির আশেপাশে,
অবহেলায় কয়লা হয়ে পড়ে রয়।
তুমি বলা সবকটা প্রতিশ্রুতিই আজ
কালো ধোঁয়া হয়ে,বিবর্ণ ছবি আঁকে,
আকাশের ক্যানভাসে,
ক্ষমতার তর্জনীরা একে অপরের
দোষের গায়ে মশলা মাখায়।
করুণ চাউনিরা আজ দিশেহারা
মিথ্যের প্রলোভনে;
তোমার মিথ্যের সরভাজা আজ ক্ষুধার্তেরও অরুচি।
এই অন্ধকারের বুক চিরে
কখনো আবার আলোর কিরণ
বেরিয়ে আসবে কি?
মেঘাচ্ছন্ন উৎকন্ঠার কালো আস্তরণ ঘুচিয়ে
সত্য প্রকাশে পৃথিবীটা আবার
আলোকিত হবে কি?
নাকি প্রশ্নমালা হয়েই পলি পড়ে পড়ে ধংসস্তূপের পাহাড়ে গড়ে উঠবে আরেকটা মিথ্যের পৃথিবী!

আরো পড়ুনঃ

জয়ের নেশা

গোপা ভট্টাচার্য্যের কবিতা “আর্তনাদ”

আরও খবর

Sponsered content

ENGLISH