গোপা ভট্টাচার্য্যের কবিতা "আর্তনাদ" - protidinislam.com | protidinislam.com |  
আন্তর্জাতিক

গোপা ভট্টাচার্য্যের কবিতা “আর্তনাদ”

  প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২১ , ১০:৫৮:১৯ প্রিন্ট সংস্করণ

Spread the love

কলমে:গোপা ভট্টাচার্য্য

চারিদিকে শুধু পোড়া গন্ধ…
শুনতে পাচ্ছো কি তোমরাও,হাজার হৃৎপিণ্ডর সমবেত আর্তনাদ?
ওই যে শোনা যায়,
মন পোড়ানো চণ্ডালদের কুৎসিত খিলখিল হাসি..
উন্মাদনায় নেশাগ্রস্ত ওরা। অদম্য উৎসাহে মানবিকতার বুকে রক্তাক্ত আঁচড় কেটে যায় অবিরাম…
অসংখ্য তীক্ষ্ণ আঁচড়ের দাগের গা বেয়ে ঝরঝর করে ঝরে পড়ছে তাজা তাজা রক্ত। রক্ত শূন্য মনগুলো মৃত্যুর কোলে একে একে ঢলে ঢলে পড়ে..
তুমিও কি গান্ধারীর বংশধর?
অবলা যন্ত্রণাগুলো যে খুব ছোঁয়াচে …
দিগ – দিগন্তে ছেয়ে যায় তারা,ঠিক ভাইরাসের মতই … ভালো থাকা আর হলো কই?
তুমিও কি ভালো আছো?
জানি এর উত্তর..
চণ্ডাল হতে পারলে,ভালো থাকা যায়।
মারো মারো সবাই একে অপরে’র মন নিয়ে ছোড়া-ছুড়ি খেলো .. গোলকের বদলে তাজা রক্ত মাখানো হৃদয় চাই,একের পর এক …
মায়াবী চাঁদের আলোয় স্বর্ণালী সব …
ঢাকা পড়ে আছে সব রক্তক্ষরণ …
কাটা কুটি খেলে যায় সময়।
পালার পর পালা .. এবার তাহলে কার পালা?!
আরো পড়ুনঃ

এম এ আজিজের কবিতা “দেশের মান”

জয়ের নেশা

আরও খবর

Sponsered content

ENGLISH