গোপা ভট্টাচার্য্যের কবিতা "নশ্বর" - protidinislam.com | protidinislam.com |  
আন্তর্জাতিক

গোপা ভট্টাচার্য্যের কবিতা “নশ্বর”

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২২ , ১১:০৬:৫৮ প্রিন্ট সংস্করণ

Spread the love

গোপা ভট্টাচার্য্য

যেদিন থাকবে না আর ঠিকানা,
হারিয়ে যাবে অন্তরে সাজানো সব স্বরলিপি,পঞ্চভূতে বিলীন হবে যেদিন এই পার্থিব শরীর,জানি,খুঁজবে সেদিন আমায় গভীর ভাবনার অরণ্যে।

চাই না কোনো অশ্রু বারি,পড়ন্ত সাঁঝের রক্ত মাখা রঙে জ্বলন্ত চিতায় ভস্মীভূত হবে সকল রাগ-অভিমানের জঞ্জাল।

মুক্তির স্বাদে আত্মা বিলীন হবে অনন্তের পথে,যে পথে আছে আলোর ঠিকানা,যেখানে নেই কোন তঞ্চকতা।

জীবনের বালুতটে ছড়িয়ে আছে রাশি রাশি বিক্ষিপ্ত তিক্ততার কাব্যগাঁথা,একে একে সব মুছে যাবে শেষ যাত্রার শোক ধারায়।

অলিখিত ইচ্ছেগুলো ডানা মেলে ধোঁয়ার সাথে মিশে উড়ে যাবে কোন উজানপুরে…
আবার হয়ত দেখা হবে পৃথিবীর কোনো এক কোণে, নতুন রূপে অচেনার ভিড়ে।

আরও খবর

Sponsered content

ENGLISH