গোপা ভট্টাচার্য্যের " পথিক " - protidinislam.com | protidinislam.com |  
আন্তর্জাতিক

গোপা ভট্টাচার্য্যের ” পথিক “

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২২ , ৪:৪২:৫৮ প্রিন্ট সংস্করণ

Spread the love

গোপা ভট্রাচার্য্য

দু’চোখে আজ হাজার আলো,
তোমার স্বপ্নদেখানোর পথে হেঁটে চলেছি আজও,
ঘাত প্রতিঘাত যতই আসুক,হার মানব না কিছুতেই…

মাঝ দরিয়ায় এসে যে হাত ছেড়ে দিলে,
সে হাত স্থবির হয়েছিল ক্ষণিকের জন্য,তবে অকেজো হয়নি …
যে আবেশে একদিন দিয়েছিলে অঙ্গীকার,
পূরণ করোনি… কুয়াশার পথে হারিয়ে গেছে সব কথারাই… ভাঙ্গিনি আমি… আগুনের পথে হেঁটে চলেছি অনেকটা পথ … জ্বালা আর ধরে না পায়ে,

সয়ে গেছে সব..শুধু একটাই লক্ষ্য,
এগোতে হবে শুধু… অনেকদূর যেতে হবে,
অনেক পথ এখনও বাকি…
থামলে চলবে না কিছুতেই।।

আরও খবর

Sponsered content

ENGLISH