ননএমপিও শিক্ষক, বিপন্ন মানবতা, আসলে দায় কার? - protidinislam.com | protidinislam.com |  
অর্থনীতি

ননএমপিও শিক্ষক, বিপন্ন মানবতা, আসলে দায় কার?

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২১ , ১১:৩৫:২১ প্রিন্ট সংস্করণ

Spread the love

মোঃ নজরুল ইসলামঃ একটি স্বাধীন জাতির সার্থকতা অর্জনের একমাত্র পথ হল শিক্ষা।

কিন্তু আলোক বর্তিকা নামের নন-এমপিও এই শিক্ষকদের বেতন না থাকায় দ্যুত্যি হারিয়ে ক্রমান্বয়ে নিস্তেজ ও নিষ্প্রান হয়ে যাচ্ছে, এতে করে গতি হরাচ্ছে মুল শিক্ষা ব্যবস্থায়। আসলে দায় কার?

এত বড় মেগা বাজেটে আমাদের জন্য কি কিছুই নাই!

কেন???

মাথাপিছু আয় যদি এত শত অত হয়।
আমার ভাগের টাকা করল কে সঞ্চয়?

আমাদের জন্য টাকা যদি নাহি পান।
ছোট করে বলি তবে এইটার সমাধান।।

বিলাসী পন্যের ভ্যাট দিন বাড়িয়ে।
হয়ে যাবে ছয়শত কোটি টাক ছাড়িয়ে।।

এই হবে এই হবে আজও কেন হলনা।
দোস দিবে কার তুমি কেউ মোরা ভাল না।।

নাহিদ, মুহিদ আজ নেই তারা খবরে।
সিলেটের ছাইফুল শুয়ে আছে কবরে।।

সবার ওপর যদি মানুষ সত্য হয়।
মানুষের হয়ে তবে কিছু কথা বলে যাই।।

ছয় লাখ কোটি যদি দেশের বাজেট হয়।
ছয়শত কোটি তবে এমাউন্ট বেশি নয়।।

আরো আরো যারা ছিল করে গেছে ধান্দা।
ফেরাউন, নমরুদ নেই তারা জিন্দা।।

আমরাও চলে যাবো এ কথা সত্য।
প্রশ্ন রেখে যাবে প্রতিটা মৃত্যু।।

শিক্ষক মোরা নাকি আলো সমতুল্য।
আমার শ্রমের আজ দিয়ে দাও মুল্য।।

সুবিচার হবে আজ অবিচার হবে না।
কে আজ খালেদা কে আজ হাসিনা?
ন্যায্য মজুরী চাই অতশত বুঝি না।।

রাস্তায় বের হলে ভেতরটা চমকায়।
এভাবে ভয়ে ভয়ে কত দিন বাঁচা যায়?

প্রশ্ন সবার কাছে আসলে কার দায়?
সমস্যার সমাধান কার ওপর বর্তায়???

হতাশা আর কষ্টের মধ্যদিয়ে কেটে যাচ্ছে নন-এমপিওদের দিন গুলি। শিক্ষকদের মানবেতর জীবন যাপনের মত মানবিক দিক সরকারের আগে চোখে পড়ার কথা। অথচ নিরব!

সরকারকে আমরা জোর দিয়ে বলতে চাই যে করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষাব্যবস্থা মেরামত করতে নন-এমপিওদের যথেষ্ট প্রয়োজন।

আশাকরি বিষয়টা শিক্ষা বান্ধব সরকার গুরত্বের সহিত বিবেচনা করবে।

মোঃ নজরুল ইসলাম
অধ্যক্ষ-
ইমকো টেকনিক্যাল & বিএম কলেজ
শেরপুর, বগুড়া।

(লেখাটি পাঠকের সম্পুর্ন নিজস্ব মতামত)

আরও খবর

Sponsered content

ENGLISH