পাঁকের জগৎ - protidinislam.com | protidinislam.com |  
আন্তর্জাতিক

পাঁকের জগৎ

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২২ , ১০:৫৭:৫২ প্রিন্ট সংস্করণ

Spread the love

গোপা ভট্টাচার্য্য

ইচ্ছে করে একবার ঘুরে আসি তোমাদের পঙ্কিল নগরে…

আমারও এক ছদ্মবেশী পোশাক চাই,
কেউ কি এনে দিতে পারো?
ছদ্মবেশে দীন হবো কখনও,
কখনও হবো পীড়িত,আবার কখনও হবো সবজান্তা চতুর।
কখনও বা দু’মুখো হয়ে সাজবো ভালোমানুষ;
একদিন ঘুরে আসবো সেই কালো পৃথিবীতে।
জানবো,কতো লোভের প্রাচুর্য্য আছে তাদের? আদৌ কি তারা সুখী হতে পেরেছে? পেরেছে কি ধনী হতে? কিংবা শিক্ষিত হতে?

ঠিক ভুলের ফারাক যদি বুঝতেই না পারো,তাহলে মানুষ বলো না নিজেকে..
ধিক্ এই পোশাকি চরিত্রকে।
মুখে এক,কাজে আরেক,
নিজের কাছেই নেমেছ অনেক.. বুঝতে কি পারো নি আজও?

বিবেকের তীক্ষ্ণ প্রশ্নের উত্তর দিতে পেরেছ কি কখনও? পারো নি,পারবেও না।

একদিন ক্ষয়ে যাবে অসত্যের কলেবর,খোলস খুলে আসল চেহারা বেরিয়ে আসবে সেদিন;
অপেক্ষা তো সেদিনের..
সত্যের আলো উদ্ভাসিত হবেই একদিন…

নতুন আলোয় আবার অভিষেক হবে সততার।
চেয়ে থাকি সেই পথে, আশায় আশায় স্বপ্ন বাঁধি মনের কোণে।

আরও খবর

Sponsered content

ENGLISH