পাপীর প্রতিবিম্ব - protidinislam.com | protidinislam.com |  
ঢাকা বিভাগ

পাপীর প্রতিবিম্ব

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২১ , ১১:১৪:৩৫ প্রিন্ট সংস্করণ

Spread the love

মাহ্জাবীন আহমেদ

আমি মানুষ রুপের পিশাচ দেখেছি
দেখেছি রাক্ষুসে থাবা বহুবার,
দানব মানব অমানুষের ভীড়ে
বেঁচে থাকায় চলছে যুদ্ধ বার বার।

আমি দেখেছি ৭৩এর কুৎসিত কদর্য নির্মমতা
যা থেকে বইছে প্রজন্ম স্রোত
যে স্রোতে নেই কোন ভিন্নতা।
আমি জেনেছি ২৩,৩৩ এর ঘৃণ্য পাপীষ্ঠ পাপাত্মা
পাপী পাপীষ্ঠদের ফসলেও অসৎ ঘুনের বাস,
আর কি দেখার,জানার রইলো বাকি!
আগামীর আর কতো কি সে সর্বনাশ!

চেনা-অচেনা সমাজ সংসারে
দিন কিবা রাতের আধারে
এক’ই তো ঘটছে ঘুরে ফিরে বারে বারে
২৩,৩৩,৭৩ এরাই তো সব ১৩’র মগজে বসত করে।

১৩ এর শিরা উপশিরায়,প্রবাহিত নর্দমায়
৭৩ এর অভিশপ্ত পাপেরা নব নব জন্মায়।
তিন’এর তিন কালের এক’ই রকম মিল
১৩ শুধু ধরা সমুখে নিষ্পাপ খোলসের ফসিল।
১৩ আজ উড়িয়েছে যে কালিমাখা ছিন্ন নিশান
মূলে কি বিষাক্ত বিষ তাই তার দিব্য প্রমাণ।

মানব রীতিতে উপায়হীন সত্যের নিরবতা
স্বার্থে বিকায় অন্ধ-বধির লোক-সমাজ
বিকায় না তো সে,যে অদেখা বিধাতা।

আরো পড়ুনঃ

প্রতিদিন পড়াশোনাঃ আজকের বিষয়ঃ Adjective কাকে বলে? Adjective কত প্রকার ও কি কি?

আরও খবর

Sponsered content

ENGLISH