বিশেষ প্রস্তাবে রাজি না হওয়ায় সিনেমা থেকে বাদ পড়েছিলেন এশা - protidinislam.com | protidinislam.com |  
আন্তর্জাতিক

বিশেষ প্রস্তাবে রাজি না হওয়ায় সিনেমা থেকে বাদ পড়েছিলেন এশা

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২১ , ৩:২৬:০৬ প্রিন্ট সংস্করণ

Spread the love

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী এশা গুপ্তা সোজাসাপ্টা কথাবার্তার জন্য বিশেষ পরিচিত।

বিভিন্ন বিষয়ে রাখঢাক না রেখে কথা বলতে পছন্দ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী।

জান্নাত-২ অভিনেত্রী জানিয়েছেন, বলিউডে কাস্টিং কাউচের মুখোমুখি হতে হয়েছিল তাকেও। এ কারণে সিনেমা থেকে বাদও দেয়া হয় তাকে।

এশা জানান, বলিউডে বেশিরভাগ কাস্টিং কাউচের সম্মুখীন হন তারা, যারা কোনো তারকা পরিবারের সদস্য নন।

সেই সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তার মতো বাইরে থেকে বলিউডে আসা অভিনেতা-অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখা ছেলেমেয়েদের যতটা কাস্টিং কাউচের শিকার হাত হয়, তার বিন্দুমাত্রও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় না তারকার সন্তানদের।

বলিউড অভিনেত্রী এশা গুপ্তা
পরিচালক-প্রযোজকের আপত্তিকর প্রস্তাব থেকে কীভাবে রক্ষা পেয়েছেন, তা জানিয়েছেন এশা।

সাক্ষাৎকারে এমন দুটি ঘটনার কথা তুলে ধরেছেন তিনি।

এশা জানান, একটি সিনেমার সহ-প্রযোজকের ‘বিশেষ প্রস্তাবে’ রাজি না হওয়ায় চার থেকে পাঁচ দিন শুটিং করার পরও তাকে সিনেমা থেকে বাদ দেয়া হয়েছিল।

সাক্ষাৎকারে এ প্রসঙ্গে এশা জানান, সেই সিনেমার শুটিং শুরু হওয়ার দিনপাঁচেক পর পরিচালক এসে তাকে জিজ্ঞেস করেন সেই ‘বিশেষ প্রস্তাবের’ বিষয়ে।

এতে রাজি না হওয়ায় পরিচালক জানান, এ সিনেমায় তাকে দেখতে চান না প্রযোজক। এরপরই ওই সিনেমা থেকে তাকে বাদ দেয়া হয়।

এখানেই শেষ নয়, আরও একটি ঘটনার কথা জানান এই বলিউড অভিনেত্রী।

এশার অভিযোগ, আরেকটি সিনেমার প্রযোজকও তাকে ‘বিশেষ প্রস্তাব’ দিয়েছিলেন; বিভিন্ন ইঙ্গিতও করেছিলেন। এশা বুঝেও এড়িয়ে গিয়েছিলেন।


বলিউড অভিনেত্রী এশা গুপ্তা
তাই আউটডোর শুটিংয়ে নায়িকা রাতে একা ঘরে ঘুমোননি। সঙ্গে ডেকে নিতেন তার মেকআপ আর্টিস্টকে।

অভিনেত্রীর কথায়, ‘ওই প্রযোজক হয়তো ভেবেছিল আউটডোর শুটিংয়ে আমার মেজাজ-মনোভাব হয়তো বদলাবে।

তারপ্রস্তাব হয়তো বিবেচনা করে দেখব। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তা আর হয়নি।’

এ নিয়ে ওই প্রযোজকের ক্ষোভের শিকার হয়েছিলেন বলে জানান এশা, কিন্তু এত কিছু সত্ত্বেও সিনেমার শুটিং শেষ করেছিলেন তিনি

ENGLISH