বিশ্বজুরে চার হাজার ফ্লাইট বাতিল! - protidinislam.com | protidinislam.com |  
আন্তর্জাতিক

বিশ্বজুরে চার হাজার ফ্লাইট বাতিল!

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২১ , ৬:০৫:৩৬ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ খ্রিস্টিয় সম্প্রদায় গোষ্টির বড়দিনের প্রাক্কালে প্রায় চার হাজার ফ্লাইট বাতিল হয়েছে বিশ্বজুড়ে। এর মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে।

আরো পড়ুনঃ

চ্যালেঞ্জ ছুড়লেন সাবেক সেনাপ্রধান

ওমিক্রনের কারণে উড়োজাহাজগুলোর কর্মী থেকে শুরু করে পাইলটরা পর্যন্ত অসুস্থ হয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সগুলো।

এর মধ্যে যুক্তরাষ্ট্রই বাতিল করেছে সাড়ে চার শতাধিক ফ্লাইট। খবর সিএনএন ও রয়টার্সের।

বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনস (ইউএএল) বলেছে যে ওমিক্রনের কারণে কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছিল।

সিএনএন-এর খবরে প্রকাশ, এই সপ্তাহে ওমিক্রনের প্রভাব সরাসরি পড়ছে ফ্লাইট ক্রুদের ওপর।

ইউনাইটেড তাদের গ্রাহকদের আগেই এ ব্যাপারে জানিয়ে দুঃখপ্রকাশ করেছে। পরে বৃহস্পতিবার রাতে ডেল্টা এয়ার লাইনসও তাদের বড়দিনের প্রায় ১৩০টি বিশেষ ফ্লাইট বাতিল করে।

অন্যদিকে ফ্লাইট অ্যাওয়ার নামের একটি সংস্থার মতে, চায়না ইস্টার্ন বাতিল করেছে ৪৭৪টি ফ্লাইট। একইভাবে, এয়ার চায়না বাতিল করেছে ১৯০টি।

এয়ার ইন্ডিয়া, শেনজেন এয়ারলাইনস, লায়ন এয়ার এবং উইংস এয়ার; এরা প্রত্যেকেই কয়েক ডজন করে ফ্লাইট বাতিল করেছে।

ওমিক্রনের প্রভাব সারা বিশ্বজুরে শুরু হয়েগেছ। সতর্ক না হলে বিশ্বজুরে মহামারি আকার ধারন করবে।

আরও খবর

Sponsered content

ENGLISH