মনে রেখো - protidinislam.com | protidinislam.com |  
ঢাকা বিভাগ

মনে রেখো

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২১ , ৩:৪১:৫৬ প্রিন্ট সংস্করণ

Spread the love

মাহজাবীন আহমেদ

বুকের মায়ায় মুখ লুকিয়ে
গভীর বিশ্বাসের আবেগ নিয়ে
লােভের জিভে লাভের স্বাদ খোঁজো
সময়ের কন্ঠ ললাটে,
অস্থিরতার তপ্ত নিঃশ্বাস পড়ে
অনন্ত দিনের খোলাপিঠে।
মনে রেখো..
বেদনার গভীর আলিঙ্গনে
আমায় তোমার জড়িয়ে ধরা
মনে রেখো..
কষ্টের ছোঁয়ায় ঠোটের ভাজে ঠোট
মনে রেখো..
ছেড়ে যাবার তরেই পাওয়ার ইচ্ছে প্রকট
মনে রেখো..
সুখের আদলে অবাধ্য তর্জনী আঙুল
নির্ভাবনায় নিসিদ্ধ ছোঁয়ায় ব্যাকুল
মনে রেখো..
ভাগ্যের আলো আধারি খেলায়
বেলায় অবেলায় এলোমেলো ভালোবাসায়
মলিন হয়েছে
শান্তির খোঁপায় গোঁজা শুভ্র সতেজ ফুল
মনে রেখো..
ডুব সাতারে,ডুবে যাওয়া পদ্ম তোলার ছলে
পাড় ভাঙা অবিশ্বাসের ঢেউ তুলে
বারে বারে ভেঙেছো ধৈর্যের সব কূল।

আরো পড়ুনঃ

সালমা সুলতানার কবিতা “বেলা শেষে “

মল্লিকা রত্নার “প্রকৃতির ডাক”

আরও খবর

Sponsered content

ENGLISH