মাহজাবীন আহমেদের কবিতা "অপবাদ" - protidinislam.com | protidinislam.com |  
ঢাকা বিভাগ

মাহজাবীন আহমেদের কবিতা “অপবাদ”

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২১ , ১১:৩৪:০৭ প্রিন্ট সংস্করণ

Spread the love

মাহজাবীন আহমেদ

কখনো কখনো, কতোই না নিষ্ঠুর হয় সময়!
সময়ও কতো নির্মম হয়, হয় কতো নির্দয়…
সময় অসময়ের কি অবাক করা পরিনয়…..!

এই সময়
আমার থেকে কেড়ে নিলো তোমায়
একা করলো আমায়
মূহুর্তেই ঝড় তুললো
সব কিছু এলোমেলো
অজানা সে কোন দোষে,কেনো যে এমন হলো!
আমার তোমাকে কেড়ে নিলো।

সময়ের থামেনি পারাপার
তবুও তোমার বসত হৃদয়ে আমার,
কতো ঝলমলে স্মৃতি হয়ে আছো তুমি
এটাই আমার বেচে থাকার আবাস ভূমি,

যদিও নিন্দুকেরা ভালো থাকতে দেয় না আমায়
ওরা চায়….
যেনো ভুলে যাই আমি তোমায়,

ঈর্ষা কাতর মানুষ গুলো….
খুচিয়ে খুচিয়ে অন্তরে ঘা করে চলেছে অবিরত
তা কেউ দেখে নাতো….
হৃদয়ের গভীরে কি ব্যাথায় রক্তাক্ত ক্ষত।

তোমায় ভালোবেসেই নাকি আমি অপরাধী
ভাবি হায়,কি শোনায়……. !
হাসছে মুখ আর ভেতরে বয়ে চলে অশ্রু নদী

কথার চাবুকে ক্ষত-বিক্ষত,প্রতি রাতই নির্ঘুম রাত
চাপা কষ্টে বোবা আর্তনাদ
সাথে আছে ছায়া হয়ে কতো অপবাদ,

এভাবেই চলে ভালো থাকার যুদ্ধ আমার
বিরাম নেই ওদেরও বুঝি,অব্যার্থ চেষ্টার…
অকারন অভিশপ্ত অনুতাপে
আমাকে পোড়াবার,

মাঝে মাঝে এলোমেলো হয়ে যাই
ভাবি কি লাভ,এই বেচে থাকায়..!
যে বেচে থাকায় নেই তুমি
যেনো প্রাণহীন দেহ আমি ।

ওরা আছে কেউ কেউ,পিশাচের দল
কলঙ্কের কালি হাতে ধেয়ে আসে বারেবার
তাদের কি চেষ্টা অপার ….
তুমিহীনা সাদা জীবনে আমার
কুৎসা কালি মাখিয়ে দেবার…..

কি ঘৃণ্য বুলি ওদের,হাওয়ার ধুলিতে উড়িয়ে দেবার
কোন পথ কি খোলা আছে আর…?
বেচে থাকবার ….!!
তবুও তোমার স্মৃতি আকরে ধরে
আমি থাকি নির্বিকার,

কোন জাদু মন্রে আছে কি কিছু উপায়
তোমাকে ভুলে যাবার?
আমি বুঝি,ওরা কি চায়….
তোমাকে ভুলে গেলেই
সব দোষের ক্ষমা বুঝি পাই….!

অহেতক হীংসে আর অহমিকায় অন্ধ হয়ে
অকারন প্রতিশোধের নেশায়
অপবাদের ছুড়ি চালায় যে গায়
ওরা ভুলে যায়…..
আরো দু’টি জীবন আছে সেথায়
একই রক্ত বইছে,যে দু’টি শিরায়…..
এভাবে আর কতো আর কতো ….
মেনে নেয়া যায় ……!!!

ফুটন্ত ফুল ছিলাম ঝরে পড়া আমি
নিজের থেকেও অনেক বেশী…কুঁড়ি দু’টি দামি
হয় যদি তাই…..
এখন কি হবে….
ভুলতেই হবে তোমায়……?
ঠিক ওরা যা চায় ,কিছু পাওয়ার আশায়…
কিন্তু তুমিতো আমার আছো শুধু ভালোবাসায়
ভালোবাসিনি আমি তোমাকে কোন দাবি দাওয়ায়
কি করবো আমি …..
কি করা যায়….
তোমাকে ছাড়া যে বেঁচে থাকা দায়।

আমি নিষ্ঠুর হয়ে বলবো …
তোমাকে ভুলতে চাই

আমি চিৎকার করে বলবো …
তোমাকে ভুলতে চাই

কষ্টে কষ্টে বুক ভেঙে যায়
তবুও কি বলবো আমি ….
তোমাকে ভুলতে চাই….
ওরা তো এটাই শোনতে চায়….!

আর যদি এই না হয়
আমিও হারাতে চাই
তোমার ঠিকানায়,

এভাবে কি বেঁচে থাকা যায়
তুমিহীনা বাচা বড় দায়
এতো স্মৃতির ভীড়ে, মিথ্যে কলঙ্ক ঘারে
আমি একা,আমি একা কতো অসহায় ।

এতো মানুষের ভীড়ে,কেউ নেই আমার
শুধু তুমি ছিলে তাই,আমি তোমাকেই চাই
নিয়ে যাও তুমি আমায়
তোমার অজানায়,

বাঁচি বলো কি করে ….
মধুমাখা স্মৃতি ভান্ডারে
কলঙ্কের বিষ মিশিয়ে দিলো যে..
বিষে বিষে নীল হয়ে যাই আমি
দেখে নাতো কেউ
বুঝবে বলো কে….?

কি নিয়ে বাঁচবো আমি
কোথায় আছে বলো বেচে থাকার ঋণ
বেঁচে থাকার সম্বল …সম্মানে,সম্ভ্রমে
কালি মাখছে ওরা ..দিনের পর দিন,

এভাবে কি বেঁচে থাকা যায়…
শুধু কলঙ্ক আর অপবাদের ভয়
বলো,এভাবে কি বেচে থাকা হয়….
মৃত্যুই কি এরচেয়ে ঢের ভালো নয়……??????

আরও খবর

Sponsered content

ENGLISH