মাহ্জবীন আহমেদের"দু-ফোটা অশ্রু" - protidinislam.com | protidinislam.com |  
ঢাকা বিভাগ

মাহ্জবীন আহমেদের”দু-ফোটা অশ্রু”

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২১ , ৫:৩০:৪৩ প্রিন্ট সংস্করণ

Spread the love

মাহ্জবীন আহমেদ

শুকনো পাতা,খড়,ছিন্ন কাগজ
নিশির শিশির ভেজা ফাগুন হাওয়ায় ভাসে,
জেগে থাকা স্বপ্ন ভেসে যায়!
ভেসে যায় অতল অজানায়
ভেসে যায় বেদনার নীল জোছনায়।
কখনো কখনো ভেসে যায় কেউ দু-ফোটা অশ্রুর বন্যায়
কেউ থাকে,কেউ হারায়,
কেউ চলমান,কেউ থমকে দাঁড়ায়
থেমে থাকেনা সময়, থমকে যায়না কোন শূন্যতায়।
কিছু সময় শুধু বন্দি রয়
বন্দি হয় ভালোবাসায়,
কখনো হাসায় কখনো কাঁদায়
কান্না-হাসির জীবন
বাধা পরে থাকে সময়ের খেলায়।

আরও খবর

Sponsered content

ENGLISH