মাহ্জাবীন আহমেদের কবিতা "নীলাম্বরী" - protidinislam.com | protidinislam.com |  
ঢাকা বিভাগ

মাহ্জাবীন আহমেদের কবিতা “নীলাম্বরী”

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২১ , ৭:০১:৫০ প্রিন্ট সংস্করণ

Spread the love

মাহ্জাবীন আহমেদ

জীবনের একটা পাশে ঝলমলে হাসিতে প্রশান্তির প্রহসনে ঝকঝকে রদ্দুর
অন্যপাশটা রয়ে যায় অদেখায়,দু’চোখে বয়ে যায় শব্দহীন ঢেউ ভাঙা সমুদ্দুর।

মাঝে মাঝে রেশমি চুড়ির রিনিঝিনি ঝঙ্কারের শব্দ তুলে যে বাধ ভঙা হাসিতে
আড়ালে তার ঢাকা পড়ে যায়,বিরহের যে সুর বাজে ভাঙা মনের বাঁশীতে।

গহীনে যখন ঝড়োহাওয়া বহে,মেঘ কালো চুলের খোঁপার বাধন দিয়ে খুলে
আড়ালের পর্দা টানায়,না দেখায় বেদনার যে পাহাড় উঁকি দিতে চায় ভুলে।

দীঘল কৃষ্ণকেশে বাধানো,আঁখি ভুলানো আটোসাটো বেনুনির ভাঁজে ভাঁজে
যতনের হাতে বোনা গভীরে লুকানো কষ্টমালা ,সেথায় যায় না পাওয়া খুঁজে।

নীল কাজলে নীলাঞ্জনা,নীলাচলের নীলাবরণে জড়ায়ে নীলের পরতে পরতে
বিষে বিষে নীল হওয়া সুখ,পিষে যাওয়া স্বপ্ন ক্লান্তি হয়ে যোগ হয়ে যায় তাতে।

অপারাজিতার অনামিকা নীলা, নীল পদ্ম হয়ে দুখের ঝিলে পাপড়ি মেলে ভাসে
হৃদয় পুড়ে যাতনা কনকে সাঁজে সুহাসিনী,অপরূপা হয় নীলাম্বরী নীলাবেশে।

আরও খবর

Sponsered content

ENGLISH