যুক্তরাজ্যের লাল তালিকা থেকে বাদ পড়ল বাংলাদেশ - protidinislam.com | protidinislam.com |  
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের লাল তালিকা থেকে বাদ পড়ল বাংলাদেশ

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২১ , ১০:২৬:০৯ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় পাঁচ মাস পর বাংলাদেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাজ্য।

গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক ঘোষণায় যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রেড লিস্ট থেকে বাংলাদেশকে এম্বার লিস্টে দেয়া হচ্ছে।

আগামী ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ৪টা থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। এর আগে কেউ যদি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সফর করে তবে রেড লিস্ট অনুযায়ী সাবধানতা অবলম্বন করতে হবে।

ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস শুক্রবার নতুন যে ভ্রমণ নীতিমালা ঘোষণা করেছেন, তাতে বাংলাদেশসহ মোট আটটি দেশকে উচ্চ ঝুঁকির রেডলিস্ট থেকে সরিয়ে দেয়ার কথা বলা হয়েছে।

বাকি সাতটি দেশ হলো- তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, কেনিয়া এবং ওমান।

এর আগে, করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ২ এপ্রিল বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিলো যুক্তরাজ্য।

মহামারীর মধ্যে ভ্রমণ নিয়ন্ত্রণে রেড, অ্যাম্বার ও গ্রিন- এই তিন রঙের তালিকা করে পৃথিবীর দেশগুলোকে ভাগ করেছিল ব্রিটিশ সরকার।

নতুন নিয়মে ২২ সেপ্টেম্বরের পর রেড লিস্টে থাকবে ৫৪টি দেশ। এই তালিকা থেকে মুক্ত হয়ে আটটি দেশ যাবে অ্যাম্বার লিস্টে।

অক্টোবর থেকে অ্যাম্বার লিস্ট বলে কিছু আর থাকবে না। তখন রেড লিস্টের বাইরে বাকি সব হবে গ্রিন।

আরও খবর

Sponsered content

ENGLISH