যে কারণে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা - protidinislam.com | protidinislam.com |  
অপরাধ

যে কারণে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২১ , ২:০৯:২৬ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ সড়কে অনিয়মের প্রতিবাদে আজ শনিবার দুপুর ১২টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় ‘লাল কার্ড’ দেখিয়েছে শিক্ষার্থীরা।

আরো পড়ুনঃ

প্রস্তুতি নিতে সব দেশের প্রতি আহ্বান ডাব্লিউএইচওর

কয়েকজন শিক্ষার্থী ওই এলাকায় জড়ো হয়ে সড়কে অনিয়মের প্রতিবাদ জানিয়ে লাল কার্ড দেখায়। এসময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা ধরনের স্লোগান দেয়।

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে গত ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া গড়ে ২৭ শতাংশ বাড়ানো হয়।

শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া নিশ্চিত করতে ১১ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) একটি স্মারকলিপি দেয় নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা।

সেদিন থেকেই অর্ধেক ভাড়ার দাবিতে সড়কে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়।

আন্দোলনের মধ্যে ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হলে অর্ধেক ভাড়ার সঙ্গে আন্দোলনে নিরাপদ সড়কের দাবি যুক্ত হয়।

আন্দোলনের মুখে গত মঙ্গলবার রাজধানীতে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

তবে শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ সারা দেশে অর্ধেক ভাড়ার দাবিতে অনড় রয়েছে।

আরও খবর

Sponsered content

ENGLISH