বউ-শাশুড়ির জ্বালায় যুবকের আত্নহত্যা - protidinislam.com | protidinislam.com |  
অপরাধ

বউ-শাশুড়ির জ্বালায় যুবকের আত্নহত্যা

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২২ , ৮:৫৪:৫১ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্ক: সাতক্ষীরার পাটকেলঘাটায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মশিয়ার রহমান (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহনের গেটম্যান হিসেবে কাজ করতেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

মৃত মশিয়ার পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের মিজান মোড়লের ছেলে।

মৃত্যুর আগে ফেসবুক স্ট্যাটাসে মশিয়ার লেখেন, ‘যার টাকা নেই তার কেউ নেই। বউ আর শাশুড়ির জ্বালায় আমি বাধ্য হলাম। ছেলের মুখটা দেখা হলো না।’

পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের আবুল কাসেমের মেয়েকে বিয়ে করেন মশিয়ার। তাদের একটি ছেলেসন্তান রয়েছে।

বিয়ের পর ভালোভাবেই কাটছিল তাদের সংসার। কিন্তু সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্বে মশিয়ারের স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরে তার স্ত্রী পাটকেলঘাটা থানায় স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর ঘটনা সম্পর্কে জানা যাবে।

আরও খবর

Sponsered content

ENGLISH