শিক্ষামন্ত্রী জরুরি যে নির্দেশ দিলেন - protidinislam.com | protidinislam.com |  
অর্থনীতি

শিক্ষামন্ত্রী জরুরি যে নির্দেশ দিলেন

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২১ , ২:৫৬:৩৩ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ শিক্ষার্থীদের ইউনিফর্ম ও টিউশন ফির ব্যাপারে নমনীয় হতে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আরো পড়ুনঃ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন যে আহবান জানালেন

যেভাবে চলবে শিক্ষার্থীদের ক্লাস

শ্রেণিপাঠদান শুরুর পূর্বেই অভিভাবকদের যা জানানোর নির্দেশ দিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

আজ রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে আজিমপুর স্কুল অ‌্যান্ড কলেজ পরিদর্শনে এসে এই নির্দেশ দেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘অভিভাবকরা যদি টিউশন ফি একসঙ্গে দিতে না পরেন, তাহলে তাঁদেরকে মাসিক কিস্তির ভিত্তিতে টিউশন ফি পরিশোধের ব‌্যবস্থা করতে হবে।’ এ জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘করোনা সংক্রমণের হার কিছুটা কমে আসায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিয়েছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করব। যদি পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যায় তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

শিক্ষার্থীদের ইউনিফর্মের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমানে করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীরা যদি তাদের ইউনিফর্মের বাইরে নিজেদের পছন্দমতো পোশাক পরে স্কুলে আসে, তাহলে বাধা দেওয়ার দরকার নেই।

তা ছাড়া অনেক শিক্ষার্থীর ইউনিফর্ম এখন স্বাভাবিক মাপমতো নেই। তাই এ বিষয়ে চাপ দেওয়ার দরকার নেই।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (স্কুল) বেলাল হোসাইন, আজিমপুর গার্লস স্কুল অ‌্যান্ড কলেজের প্রিন্সিপ্যাল ও অন্য শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

ENGLISH