শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত আগাম তথ্য নিতে নির্দেশ দিলেন সরকার - protidinislam.com | protidinislam.com |  
অর্থনীতি

শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত আগাম তথ্য নিতে নির্দেশ দিলেন সরকার

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২২ , ১০:৪৩:১৯ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ ২০২২ সালের ষষ্ঠ শ্রেণি এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত নির্দেশনা দিয়েছে সরকার।

আরো পড়ুনঃ

যে শিক্ষার বিষয়ে জরুরি যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

নির্দেশনায় শিক্ষার্থীদের উপবৃত্তি পাওয়ার আবেদন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় তথ্য শিক্ষার্থীদের কাছ থেকে আগাম সংগ্রহের কথা বলা হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির অফিস আদেশটি জারি করে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে মহাপরিচালককে গত ১০ জানুয়ারি সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে এই নির্দেশনা দেয়া হয়।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি পাওয়ার আবেদন নির্ভুলভাবে এন্ট্রি করার জন্য ষষ্ঠ ও একাদশ শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্যাদি আগাম সংগ্রহ করতে নির্দেশ দেয়া হয় ওই আদেশে।

আদেশ দেখতে ক্লিক করুনঃ

notics

আরও খবর

Sponsered content

ENGLISH