শিক্ষার্থী ভর্তিতে কোটা স্পষ্টীকরণ করল মাউশি - protidinislam.com | protidinislam.com |  
আইন বিভাগ

শিক্ষার্থী ভর্তিতে কোটা স্পষ্টীকরণ করল মাউশি

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২১ , ৮:১৯:৩৪ প্রিন্ট সংস্করণ

Spread the love

ইসলাম ডেস্কঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে কোটা সংক্রান্ত নীতিমালা স্পষ্ট করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আরো পড়ুনঃ

২৮ নভেম্বর যেসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

মাউশির শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২০ (সংশোধিত) এর ১৭ নম্বর অনুচ্ছেদ স্পষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) মাউশি উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির স্পষ্টীকরণে বলা হয়েছে, ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মোট শূন্য আসনের ১০ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

যে সকল প্রতিষ্ঠানে ৫ম শ্রেণি রয়েছে সে সকল প্রতিষ্ঠানে ৫ম শ্রেণি উত্তীর্ণ ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা বাদ দিয়ে ৬ষ্ঠ শ্রেণির মোট শূন্য আসনের ১০ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

আরও খবর

Sponsered content

ENGLISH