শৈশবের স্মৃতি - protidinislam.com | protidinislam.com |  
বিনোদন

শৈশবের স্মৃতি

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২১ , ১১:৪১:০৫ প্রিন্ট সংস্করণ

Spread the love

নাছিমা আক্তার পপি

আজো প্রাণে দোলা দেয় সেই শৈশবের স্মৃতি।
সমবয়সীরা থাকিতাম শুধু পুতুল খেলায় মাতি।
বকুল,হ্যাপি আমরা সবাই ছিলাম সবার আপন।
ভালোবাসায় পূর্ণ ছিল সব সখীদের জীবন।
পুতুল বিয়েতে হতে মোদের বিরাট আয়োজন।
মাটির তৈরী ফিরনি পোলাও হতোযে রন্ধন।
পড়শিরাও সব আসতো মোদের পুতুল বিয়েতে।
বাদ পড়েনি শিক্ষা গুরু বিয়ের বৌভাতে।
পুতুল খেলায় কাটিয়ে দিতাম সারা বিকেল বেলা।
দুষ্ট কিছু ছেলে এসে ভেঙে দিতো খেলা।
খেলার শেষে সন্ধ্যা বেলা ফিরে যেতাম বাড়ি।
মায়ের ভয়ে চুপিসারে পড়তাম তড়িঘড়ি।
লেখা পড়ায় নেই মনোযোগ দিতাম শুধুই ফাঁকি।
কখনযে রাত পোহাবে উঠবে মোরগ ডাকি।
সকাল বেলা স্কুলেতে যেতাম হেসে খেলে।
পড়ার ফাঁকেই চলতো খেলা বন্ধুরা সব মিলে।
উঠলে বেজে ছুটির ঘন্টা আর কি চাই তবে।
বাড়ি ফিরে খেলবো পুতুল আয়রে তোরা সবে।
বিকেল হলেই আবার সবাই হতাম একইসাথে।
পুতুল খেলার ধুম পরিতো নিতুঁই প্রভাতে।
শৈশব জীবন ভারী সুখের নেইতো কোন বাঁধা।
পুতুল খেলার দিনগুলোযে আজও হৃদয়ে গাঁথা।

ENGLISH